ক্রিমি ফ্রুট সালাদ
রমজানের কথা মাথায় রেখে আজকে আপনাদের জন্য ক্রিমি ফ্রুট সালাদের রেসিপি নিয়ে এসেছি। এই সালাদ খুবই স্বাস্থ্যকর আর মাত্র কয়েক মিনিটে এটা বানিয়ে নেয়া যায়।
যা যা লাগবে-
ফল- ৩-৪ ধরনের ১/২ কাপ করে(কলা, আম, আপেল, আনারস, আঙ্গুর, বেরি বা আপনার পছন্দমতো)
হেভি ক্রিম- ২ কাপ
কনডেন্সড মিল্ক- ১/২ কাপ
কিসমিস- ২ টেবিল চামচ
বাদাম- ১/৪ কাপ(যেকোনো ধরণের বাদাম নিতে পারবেন)
যেভাবে করবেন-
ক্রিম আর কনডেন্সড মিল্ক প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর বাকি সব উপকরন দিয়ে ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ২ ঘণ্টা। ইফতারের ৫ মিনিট আগে বের করে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা আর মজাদার ক্রিমি ফ্রুট সালাদ।
আশা করছি রেসিপিটি আপনাদের ভাল লাগবে। বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন। আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন।
আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যেন! প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন।